বই বদলাবে কমবে পরীক্ষা।
করোনার কারণে ১৭ই মার্চ ২০২০ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এদিকে
শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার।
শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি ২ দিন ২০২২ সাল থেকে কার্যকর । অবশ্য দুই মন্ত্রণালয় চাইলে ২০২১ থেকেই কার্যকর হবে।
দশম শ্রেণিতে কোনো পাবলিক পরীক্ষা নেই।
তৃতীয় শ্রেণির আগে কোনো পরীক্ষা না রাখার চিন্তা করছে সরকার।
মাধ্যমিকে
এসএসসি তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা।
বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই পরীক্ষা শেষ।
সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।
হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি :
- বাংলা,
- ইংরেজি,
- গণিত,
- জীবন ও জীবিকা,
- বিজ্ঞান,
- সামাজিক বিজ্ঞান,
- ডিজিটাল প্রযুক্তি,
- ধর্মশিক্ষা,
- ভালো থাকা,
- শিল্প ও সংস্কৃতি।
২০২৬ এর ইন্টারমিডিয়েট,
২০২৪ এর ক্লাস নাইন ,
২০২৩ এর ক্লাস এইট ও ২০২২ এ নিচের অন্যান্য ক্লাসগুলো নতুন বই পাবে।
ইন্টারমিডিয়েটে বিষয় ৬টা, প্রত্যেকটার পত্র ৩ টা করে।
প্রথম বর্ষে সবগুলোর প্রথম পত্রের পাবলিক পরীক্ষা সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্ট। তারপর ২ পরীক্ষা মিলিয়ে এইচএসসির চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে ।
0 Comments