Header Ads Widget

বদলাবে বই কমবে পরীক্ষাঃ শিক্ষাক্রমে বড় পরিবর্তন।

 বই বদলাবে কমবে পরীক্ষা। 

করোনার কারণে ১৭ই মার্চ ২০২০ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এদিকে

 শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। 

শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি ২ দিন ২০২২ সাল থেকে কার্যকর । অবশ্য দুই মন্ত্রণালয় চাইলে ২০২১ থেকেই কার্যকর হবে। 

  দশম শ্রেণিতে কোনো পাবলিক পরীক্ষা নেই।

  তৃতীয় শ্রেণির আগে কোনো পরীক্ষা না রাখার চিন্তা করছে সরকার। 

মাধ্যমিকে 

  এসএসসি তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। 

বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই পরীক্ষা  শেষ।


 সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে। 



হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি :


 - বাংলা,

 - ইংরেজি,

 - গণিত,

 - জীবন ও জীবিকা,

 - বিজ্ঞান,

 - সামাজিক বিজ্ঞান,

 - ডিজিটাল প্রযুক্তি,

 - ধর্মশিক্ষা,

 - ভালো থাকা,

 - শিল্প ও সংস্কৃতি।


২০২৬ এর ইন্টারমিডিয়েট,

 ২০২৪ এর ক্লাস নাইন ,

২০২৩ এর ক্লাস এইট ও ২০২২ এ নিচের অন্যান্য ক্লাসগুলো নতুন বই পাবে।


ইন্টারমিডিয়েটে বিষয় ৬টা, প্রত্যেকটার পত্র ৩ টা করে। 

প্রথম বর্ষে  সবগুলোর প্রথম পত্রের পাবলিক পরীক্ষা সেকেন্ড ইয়ারে  সেকেন্ড ও থার্ড পার্ট। তারপর ২ পরীক্ষা মিলিয়ে এইচএসসির চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে । 

Post a Comment

0 Comments