Header Ads Widget

একজন শৈলজারঞ্জন মজুমদার

 

একজন  শৈলজারঞ্জন মজুমদার


Sailajaranjan Majumdar




শৈলজারঞ্জন মজুমদার বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, রবীন্দ্রসঙ্গীত শিক্ষক ও রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপিকার এবং রসায়নবিজ্ঞানের শিক্ষক। জন্ম: বৃহস্পতিবার, ১৯ জুলাই ১৯০০ খ্রিষ্টাব্দে ।

জন্ম এবং পরিবার
১৯০০ খ্রিষ্টাব্দের ১৯ জুলাই (৪ শ্রাবণ ১৩০৭ বঙ্গাব্দ) নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার বাহাম নামক গ্রামে জন্মগ্রহণ করেন। এঁর পিতার নাম রমণীকিশোর দত্ত মজুমদার। মায়ের নাম সরলা সুন্দরী। তিনি ছিলেন পিতামাতার অষ্টম সন্তানের মধ্যে জ্যেষ্ঠ।

শৈলজারঞ্জন মজুমদার-এর জন্মদিনে রবীন্দ্রনাথের আশীর্ব্বাণী

"জন্মদিন এল তব আজি,
ভরি লয়ে সংগীতের সাজি"


বিজ্ঞানের রসায়ন রাগ রাগিণীর রসায়নে
পূর্ণ হল তোমার জীবনে।
কর্মের ধারায় তব রসের প্রবাহ যেথা মেশে
সেইখানে ভারতীর আশীর্ব্বাদ অমৃত বরষে।

৮-৯ বছর বয়সে পাঠশালায় পড়ার সময়, তিনি তাঁর ঠাকুরমার (প্রখ্যাত লেখক নীরদ চন্দ্র চৌধুরীর পিসিমা) কাছে গান শেখেন। তারপর তিনি স্থানীয় শিল্পীদের কীর্তন, শ্যামাসংগীত, বাউল, ভাটিয়ালী, প্রভৃতি লোকসঙ্গীত শুনে শুনে কিছু কিছু গান আয়ত্ত করেন। উল্লেখ্য তখনকার মধ্যবিত্ত সমাজে গান-বাজনা কিছুটা নিন্দনীয় বলে গণ্য হতো। এ কারণে গান শেখার ব্যাপারে তাঁর পরিবারে কিছুটা বাধা ছিল। তবে বাড়িতে গান শেখার ক্ষেত্রে আপত্তি না করলেও, অভিভাবকরা প্রকাশ্যে অনুষ্ঠানে গান গাওয়াকে পছন্দ করতেন না।

তাঁর রমণীকিশোর দত্ত মজুমদার ছিলেন আইনজীবী। তাঁর কর্মস্থল ছিল নেত্রকোণা সদরে। এই সূত্রে রমণীকিশোরের বাসস্থান ছিল নেত্রকোণা শহরের সাতপাই (থানার পশ্চিমে) এলাকাতে। এই সময় তিনি নেত্রকোণার দত্ত হাই উচ্চ বিদ্যালয় ভর্তি হন এবং ১৯১৭ খ্রিষ্টাব্দে এই বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন।

এরপর ১৯২০ খ্রিষ্টাব্দে কলকাতার বিদ্যাসাগর আইএসসি পাশ করেন। এই সময় আত্মীয়তার সুবাদে নীরদ চন্দ্র চৌধুরীর কলকাতার বাড়িতে তাঁর নিয়মিত যাতায়াত ছিল তাঁর। উল্লেখ্য সেখানে সঙ্গীতের চর্চার ছিল। ওই বাড়িতেই ১৯২০ খ্রিষ্টাব্দে তিনি প্রথম রবীন্দ্রনাথের (তখনকার ভাষায় রবিবাবুর) গান শোনেন। ১৯২১ খ্রিষ্টাব্দে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বর্ষামঙ্গল অনুষ্ঠানে রবীন্দ্রনাথের নিজ কণ্ঠে 'আজি ঝড়ের রাতে তোমার অভিসার' গান এবং 'হৃদয় আমার নাচেরে আজিকে' কবিতার আবৃত্তি শুনে মুগ্ধ হন।

১৯২১ খ্রিষ্টাব্দে গ্রীষ্মের ছুটিতে কলকাতা থেকে নেত্রকোণায় এসে স্থানীয় শিল্পীদের রবীন্দ্রসঙ্গীতসহ অন্যান্য গান, কবিতা আবৃত্তি শেখান। এরই ধারাবাহিকতায় ১৯৩০ খ্রিষ্টাব্দে তিনি নেত্রকোণায় রবীন্দ্রজয়ন্তীর প্রথম অনুষ্ঠান উদ্যাপন করেন। এ প্রসঙ্গে শৈলজারঞ্জন মজুমদার নিজেই বলেছেন "সমগ্র বাংলাদেশে এর আগে রবীন্দ্রজয়ন্তীর কোনো অনুষ্ঠান হয়নি।"

আইএসসি পাশ করার পর, তিনি কলকাতার স্কটিশ কলেজে ভর্তি হন এবং ১৯২২ খ্রিষ্টাব্দে এই কলেজ থেকে বিএসসি পাশ করেন। ১৯২৪ খ্রিষ্টাব্দে ইনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে এমএসসি (দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান) পাশ করেন। এরপর তিনি তাঁর পিতার ইচ্ছায় আইন নিয়ে পড়াশোনা করেন এবং ১৯২৭ খ্রিষ্টাব্দে আইন পাশ করেন।

এই সূত্রে তিনি ১৯২৯ খ্রিষ্টাব্দে তিনি ময়মনসিংহের গৌরীপুরের জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর সহযোগিতায় প্রখ্যাত সংগীতজ্ঞ শীতল মুখোপাধ্যায়ের কাছে এস্রাজ শেখার সুযোগ পান। এ সময়ে তিনি সৌমেন্দ্রনাথ ঠাকুরের কাছে রবীন্দ্রসঙ্গীত শেখেন এবং তাঁর দলের সদস্য হিসেবে জোড়াসাঁকোয় 'পাগলাঝোরা' অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পান। এই অনুষ্ঠানের পরে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টি আকর্ষণের করতে সক্ষম হন এবং তাঁর কাছ থেকে তিনটি গান শেখার সৌভাগ্য জোটে। এই সময় তিনি কলকাতার সাধারণ ব্রাহ্মসমাজের প্রত্যেক রবিবারের আসরে যেতেন এবং এই সূত্রে তাঁর বহুবার রবীন্দ্রনাথের স্বকণ্ঠের গান শোনার সৌভাগ্য হয়েছিল।

১৯৩২ খ্রিষ্টাব্দে শান্তিনিকেতনে রসায়নশাস্ত্রে অধ্যাপকরূপে যোগাদান করেন এবং দিনেন্দ্রনাথ ঠাকুরের কাছে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষাগ্রহণ শুরু করেন। এই সময় তিনি রবীন্দ্রনাথের কাছেও কিছু গান শেখেন। এইভাবে গান শেখার পাশাপাশি তিনি রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি করা শুরু করেন। ১৯৩৪ খ্রিষ্টাব্দে তিনি প্রথম স্বরলিপি তৈরি করেন। এই গানটি ছিল 'মম মন উপবনে'। এই স্বরলিপিটি প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকার কার্তিক ১৩৪১ সংখ্যায়।

১৯৩৫ খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ তাঁকে ছোটদের গান শেখানোর দায়িত্ব দেন। এই বৎসরে ইনি 'রবীন্দ্র পরিচয় সভা'র গীতোৎসব-শরৎ পর্ব' অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনা করেন। পরবর্তী চার বছর তিনি শান্তিনিকেতনের অন্যতম সঙ্গীত শিক্ষক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।

১৯৩৬ সালে ইনি নৃত্যনাট্য চিত্রাঙ্গদার স্বরলিপি তৈরি ও প্রকাশ করেন।
১৯৩৮ সালে ইনি নৃত্যনাট্য চণ্ডালিকার সাতটি গান ছাড়া- সকল গানের স্বরলিপি তৈরি করেন।
১৯৩৯ সালে ইনি শান্তিনিকেতনের সঙ্গীতভবনের অধ্যক্ষ পদে যোগদান করেন।
১৯৪১ ইনি কলিকাতার 'গীতবিতান' শিক্ষায়তনের সূত্রপাতে প্রেরণা সঞ্চার করেন। এই বৎসরে 'বিসর্জন'-এর স্বরলিপি রচনা ও প্রকাশ করেন।
১৯৪৪ সালে যুবরাজ করুণসিংহের আমন্ত্রণে, কাশ্মীরে 'চিত্রাঙ্গদা' ও 'ভানুসিংহের পাদবলীর'র দল নিয়ে যান। রেঙ্গুনে 'টেগোর সোসাইটি'র আমন্ত্রণে ব্রহ্মদেশ (মায়ানমার) রবীন্দ্রগীতি ও নৃত্যনাট্যের চর্চার ব্যবস্থা করেন।
১৯৫৭ সালে স্বরবিতান ত্রিপঞ্চাশত্তম এবং পঞ্চপঞ্চাশত্তম খণ্ডের স্বরলিপি সম্পাদনা ও প্রকাশ করেন। এই বৎসরে ইনি কলিকাতায় 'সুরঙ্গমা' সঙ্গীত বিদ্যায়তন প্রতিষ্ঠা করেন।
১৯৫৯ সালে 'বিশ্বভারতী'র সঙ্গীতভবনের অধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করেন এবং পুনর্নিয়োগপ্রাপ্ত হন।
১৯৬০ সালে 'বিশ্বভারতী'র সঙ্গীতভবনের অধ্যক্ষ পদে ইস্তফা দেন এবং কলিকাতায় বসবাস আরম্ভ করেন।
১৯৬১ সালে স্বরবিতান অষ্টপঞ্চাশত্তম স্বরলিপি সম্পাদনা ও প্রকাশ করেন।
১৯৬৪ সালে স্বরবিতান ঊনষষ্টিত্তম স্বরলিপি সম্পাদনা ও প্রকাশ করেন।
১৯৭১ সালে স্বরবিতান ষষ্টিত্তম স্বরলিপি সম্পাদনা ও প্রকাশ করেন।
১৯৭৪ প্রাক্তনী সুরঙ্গমার উদ্যোগে সম্বর্ধনা ও প্রভূত সম্মাননা লাভ করেন। এই বৎসরে বাংলাদেশে আসেন এবং বিপুল সম্বর্ধনা লাভ করেন। এই সময় তাঁর সাথে ছায়ানট-এর প্রত্যক্ষ সখ্যতা গড়ে উঠে। ইনি ঢাকাস্থ ছায়ানটে রবীন্দ্রসঙ্গীতের বিশেষ প্রশিক্ষণ দেন। এছাড়া চট্টগ্রাম ও ময়মনসিংহে সঙ্গীত শিক্ষা দান করেন এবং সঙ্গীতানুষ্ঠান পরিচালনা করেন। এই বৎসরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট উপাধি লাভ করেন।

১৯৮৫ খ্রিষ্টাব্দে তিনি বিশ্বভারতী থেকে 'দেশিকোত্তম' সম্মাননা পান।
১৯৯২ খ্রিষ্টাব্দের ২৪ মে-তে তিনি পরলোকগমন করেন।

তাঁর এই সুদীর্ঘ জীবনে বহু ছাত্রছাত্রীকে সঙ্গীতে শিক্ষা দিয়েছেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, অরুন্ধতী দেবী। ইনি বিভিন্ন সময়ে বিশ্বভারতী, রবীন্দ্রভারতী, রাঁচি, ভাগলপুর, পাটনা, বর্ধমান প্রভৃতি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ পরীক্ষকরূপে গেছেন। গ্রামোফোন রেকর্ড এবং সিনেমায় গাওয়া রবীন্দ্রসঙ্গীতের অনুমোদনকার্যের সাথে প্রথমদিকে সংযুক্ত ছিলেন।

শৈলজারঞ্জন মজুমদার রবীন্দ্রনাথের যে সকল গানের স্বরলিপি করেছিলেন, তার তালিকা

এই উদাসী হাওয়ার পথে পথে [স্বর-৫৯]
একদিন চিনে নেবে তারে [স্বর-৫৩]
এসেছিনু দ্বারে তব [স্বর-৬৩]
এসেছিলে তবু আস নাই [স্বর-৫৮]
এসো গো, জ্বেলে দিয়ে যাও [স্বর-৫৮]

আমি আশায় আশায় থাকি [স্বর-৫৯]
আমি একলা চলেছি এ ভবে [স্বর-২৮]
আমি কী গান গাবো যে [স্বর-৫৯]
আমি তখন ছিলেম মগন [স্বর-৫৩]
আমি তোমার মাটির কন্যা [স্বর-৫৯]
আমি যখন ছিলেম অন্ধ [স্বর-২]
আমি যে গান গাই [স্বর-৫৯]
আমি রূপে তোমায় [স্বর-৪২]
আমি শ্রাবণ আকাশে ওই
আর নহে, আর নহে [স্বর-৬১]
আর নাই যে দেরি [স্বর-৭]
আজি কোন্ সুরে বাঁধিব [স্বর-৬০]
আজি গোধুলি লগনে [স্বর-৫৮]
আজি ঝর ঝর মুখর বাদরদিনে [স্বর-৫৯]
আজি তোমায় আবার চাই শুনাবারে [স্বর-৫৮]
আজি দক্ষিণপবনে [স্বর-৬৩]
আজি বরিষণ মুখরিত [স্বর-৫৩]
আজি মেঘ কেটে গেছে [স্বর-৫৮]
আপনহারা মাতোয়ারা [স্বর-৬০]
আমরা দূর আকাশের নেশায় মাতাল [স্বর-৬৩]
আমাদের শান্তিনিকেতন [স্বর-৫৫]
আমার আপন গান [স্বর-৫৯]
আমার নিখিল ভুবন হারালেম [স্বর-৬১]
আমার প্রাণের মাঝে আছে কি [স্বর-৫৯]
আমার প্রিয়ার ছায়া আকাশে [স্বর-৫৫]
আমার মন কেমন করে [স্বর-৫৯]
আমার যে দিন ভেসে গেছে [স্বর-৫৩]
আমার যেতে সরে না মন [স্বর-৬০]
আমারে কে নিবি ভাই [স্বর-২৮]

অধরা মাধুরী ধরেছি [স্বর-৬২]
অনন্তের বাণী তুমি [স্বর-৬৩]
অসুন্দরের পরম বেদনায় [স্বর-৬০]
আকাশের দুই হাতে প্রেম বিলায় [স্বর-৬০]
উদাসিনী-বেশে বিদেশিনী [স্বর-৫৯]
উলঙ্গিনী নাচে রণরঙ্গে [স্বর-২৮]

ওগো আমার চির-অচেনা [স্বর-৫৯]
ওগো কিশোর, আজি তোমার [স্বর-৬০]
ওগো তুমি পঞ্চদশী [স্বর-৫৮]
ওগো পড়িশিনি, শুনি বনপথে [স্বর-৬০]
ওগো পথের সাথী [স্বর-৪২]
ওগো পুরবাসী [স্বর-২৮]
ওগো সাঁওতালি ছেলে [স্বর-৫৩]
ওগো স্বপ্নস্বরূপিণী [স্বর-৬৩]
ওরে জাগায়ো না [স্বর-৫৩]
ওরে নূতন যুগের ভোরে [স্বর-৪৭]

জানি জানি তুমি এসেছ এ পথে [স্বর-৫৮]
ডেকো না আমারে, ডেকো না [স্বর-৬১]
তুমি এ-পার ও-পার কর কে গো [স্বর-৬০]
তুমি কোন ভাঙনের পথে এলে [স্বর-৫৯]
তুমি যে আমারে চাও [স্বর-৬০]
তোমায় সাজাব যতনে [স্বর-৫৫]
তোমার মনের একটি কথা [স্বর-৫৮]
তোমার হাতে রাখীখানি [স্বর-৬০]
থাকতে আর তো পারলি নে মা [স্বর-২৮]
থামাও রিমিকি-ঝিমিকি বরিষন [স্বর-৫৮]
দিনান্তবেলায় শেষের ফসল [স্বর-৫৯]
দুঃখরাতে, হে নাথ [স্বর-৬০]
দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে [স্বর-৬১]
দোষী করিব না [স্বর-৬৩]
দৈবে তুমি কখন নেশায় পেয়ে
ধূসর জীবনের ...ম্লানস্মৃতি [স্বর-৫৩]
ধূসর জীবনের...যেই স্মৃতি [স্বর-৫৩, ৬২]
নমো নমো শচীচিতরঞ্জন [স্বর-৫৩]
নব জীবনের যাত্রাপথে [স্বর-৫৫]
না চাহিলে যারে পাওয়া যায় [স্বর-৫৯]
নিবিড় মেঘের ছায়ায় [স্বর-৫৯]
নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে [স্বর-৬২]
নীল নবঘনে আষাঢ় গগনে [স্বর-৫৯]
নীলাঞ্জনছায়া, প্রফুল্ল কদম্ববন [স্বর-২, সুরান্তর]
পাগলা হাওয়ার বাদল-দিনে [স্বর-৫৮]
পিণাকেতে লাগে টঙ্কার [স্বর-৫৯]
প্রথম যুগের উদয়দিগঙ্গনে [স্বর-৫৯]
প্রভু, বলো বলো কবে [স্বর-৪২]
প্রেম এসেছিলে নিঃশব্দচরণে [স্বর-৫৩]
প্রেমের মিলনদিনে সত্য সাক্ষী যিনি [স্বর-৫৫]
ফাগুনের নবীন আনন্দে [স্বর-৫]
ফুরালো ফুরালো এবার [স্বর-৫৩]
ফিরে ফিরে আমার মিছে ডাক [স্বর-৫৩]

এই কথাটাই ছিলেম ভুলে [স্বর-৭]
এখন আর দেরি নয় [স্বর-৩৬]
এবার তো যৌবনের কাছে [স্বর-৭]
আমি তোমার সঙ্গে বেধেছি [স্বর-৫৩]
কাছ থেকে দূর রচিল [স্বর-১]
কাছে ছিলে দূরে গেলে [স্বর-৬১]
কিছু বলব ব'লে এসেছিলেম [স্বর-৫৩]
কোন্ গহন অরণ্যে [স্বর-১]
কোন্ সে ঝড়ের ভুল [স্বর-৬১]
কোথাও আমার হারিয়ে যাওয়ার [স্বর-৬৩, সুরান্তর ও পাঠান্তর]
গোধূলিলগনে মেঘে ঢেকেছিল [স্বর-৫৮]
চলো যাই চলো, যাই চলো [স্বর-৪৭]
চিনিলে না আমারে কি [স্বর-৫৩]
ছি ছি, মরি লাজে [স্বর-৬১]
ছিন্ন শিকল পায়ে নিয়ে [স্বর-৬‌১]
বর্ষণমন্দ্রিত অন্ধকারে [স্বর-৫৮]
বসন্ত সে যায় হেসে [স্বর-৫৩]
বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক [স্বর-৫, সুরান্তর]
বাণী মোর নাহি [স্বর-৬৩]
বাদলদিনের প্রথম কদম ফুল [স্বর-৫৮]
বারতা পেয়েছি মনে মনে [স্বর-৫৩]
বাহির হলেম আমি [স্বর-৬০]
বিদায় নিয়ে গিয়েছিলেম [স্বর-৭]
ভুল কোরো না গো [স্বর-৬১]
মন মোর মেঘের সঙ্গী [স্বর-৫৩]
মনে কি দ্বিধা রেখে গেলে চলে [স্বর-৫৮]
মম দুঃখের সাধন [স্বর-৫৯]
মম মন উপবন কাছ থেকে দূর রচিল [স্বর-১]
মুখখানি কর মলিন বিধূর [স্বর-৫৩]
মেঘছায়ে সজল বায়ে [স্বর-৫৮]
মোর ভাবনারে কিঈ হাওয়ায় মাতালো [স্বর-৫৮]
যদি হায় জীবন পূরণ নাই হল [স্বর-৫৯]
যাক্ ছিঁড়ে,যাক্ ছিঁড়ে যাক্ [স্বর-৬১]
যারে নিজে তুমি ভাসিয়েছিলে [স্বর-৫৯]
যে ছিল আমার স্বপনচারিণী [স্বর-৬১]
যেয়ো না,যেয়ো না, যেয়ো না ফিরে [স্বর-৬১]
রিমিকি ঝিমিকি ঝরে [স্বর-৫৮]
শুনি ওই রুনুঝুনু পায়ে পায়ে [স্বর-৫৩]
শুভমিলনলগনে বাজুক বাঁশি [স্বর-৬১]
শেষ গানেরই রেশ নিয়ে যাও [স্বর-৫৯]
শ্রাবণের গগনের গায় [স্বর-৫৩]
শ্রাবণের পবনে আকুল [স্বর-৫৩]
সকল কলুষতামসহর, জয় হোক তব জয় [স্বর-১৩]
সখী, তোরা দেখে যা এবার [স্বর-৫৯]
সন্ন্যাসী যে জাগিল ওই [স্বর-৬২]
সবারে করি আহ্বান [স্বর-২০, সুরান্তর]
সমুখে শান্তিপারাবার [স্বর-৫৫]
স্বপ্নে আমার মনে হলো [স্বর-৫৮]
হায় হতভাগিনী [স্বর-৬১]
হৃদয় আমার নাচে রে আজিকে [স্বর-৫৮]
হৃদয় হৃদয় আসি [স্বর-৬০]
হে নিরুপমা, গানে যদি লাগে [স্বর-৫৯]
হে সখা বারতা পেয়েছি [স্বর-৫৩]

শ্যামা ['হে বিরহী হায়' গানটির স্বরলিপি শৈলজারঞ্জন মজুমদার করেন]
শৈলজারঞ্জন মজুমদার সম্পাদিত স্বরবিতানের তালিকা

স্বরিবতান ৩ (বৈশাখ, ১৩৪৫)
স্বরিবতান ৪ (চৈত্র, ১৩৪৬)
স্বরিবতান ৫ (জ্যৈষ্ঠ, ১৩৪৯)
স্বরবিতান ১৯, শ্যামা (ভাদ্র ১৩৪৬)
স্বরবিতান ৩০, দ্বিতীয় সংস্করণ [১৩৪৫]
স্বরবিতানের যে সকল খণ্ড প্রকাশের ক্ষেত্রে তিনি বিশেষ সহায়তা করেছিলেন।

স্বরিবতান ৭ (১৩৫৫)
স্বরবিতান ৩৬ (১৩৬১)। 

শৈলজারঞ্জন মজুমদার-কৃত সংশোধিত স্বরলিপি

আমি সংসারে মন দিয়েছিনু [স্বর-২৭]। শ্রীপ্রফুল্লকুমার দাস-কৃত, শৈলজারঞ্জন মজুমদারকৃত পরিমার্জিত
অন্ধজনে দেহ আলো [স্বর-২৭]। শ্রীপ্রফুল্লকুমার দাস-কৃত, শৈলজারঞ্জন মজুমদারকৃত পরিমার্জিত।
শৈলজারঞ্জন মজুমদার-কৃত নৃত্যনাট্যের স্বরলিপি

চিত্রাঙ্গদা ['মা মিৎ কিল ত্বং' ব্যতীত সম্পূর্ণ নৃত্যনাটের গান]
চণ্ডালিকা [এই গ্রন্থের ৭টি গানের স্বরলিপিকার দিনেন্দ্রনাথ ঠাকুর। বাকি সকল গানের স্বরলিপিকার শৈলজারঞ্জন মজুমদার। যে ৭টি গানের স্বরলিপিকার দিনেন্দ্রনাথ ঠাকুর করেছিলেন, সেগুলো হলো

১. মাটি তোদের ডাক দিয়েছে
২. ফুল বলে ধন্য আমি
৩. বলে দাও জল
৪. চক্ষে আমার তৃষ্ণা
৫. আমায় দোষী করো
৬. যায় যদি যাক সাগরতীরে
৭. দুঃখ দিয়ে মেটাব]

তথ্য সূত্রঃ ইন্টারনেট।   



Post a Comment

0 Comments