Some Important Translation.
- সেতো বেশ ভালো কথা- That's a very good idea.
- ওসব বাজে কথা- That's all nonsense.
- এটা কি কথার কথা? - Is it a matter of joke?
- এটা কোন কাজের কথক নয় - It is an idle statement.
- সে কোন কাজের নয় - He is a good for nothing fellow.
- সে খুব কাজের লোক- He is a very useful man.
- এটা বড় কঠিন কাজ- It is a very difficult task.
- তোমার সাহায্যে আমার কাজ নেই - I do not require your help.
- তিনি পদচ্যুত হইয়াছেন- He has been dismissed from his post.
- তাহার এক অয়া খোঁড়া - He is lame of one leg.
- পদে পদে তুমি আমাকে বাধা দিতেছ। - You obstruct me at every step.
- পড়ায় তাহার মন নাই - He us inattentive to his studies.
- সে আমার মনের মত লোক।- He is a man after my heart.
- সে অনেক কথা - It is a long story.
- আমার মাথা খাও তা সংগে মেশ না।- For heaven sake, don't mix with him.
- অমন কথা মুখে আনাও পাপ।- Even to utter such a thing is a sin.
- তোমার মুখে ফুল চন্দন পড়ুক।- Blessed be your tongue.
- তার নাম আর মুখে এন না।- Don't mention his name again.
- অবশেষে ভাগ্য তোমার উপর মুখ তুকে চাইল।- Fortune smiled upon me at last.
- যত বড় মুখ নয় তত বড় কথা।- How dare you say this!
- মুখ সামলিয়ে কিথা বল।- Hold your tongue.
- আমার হাতে এখন অনেক কাজ।- My hands are quite full now.
- চোরটা হাতে নাতে ধরা পড়ল।- The thief was caught red-handed.
- খবরদার আমার গায়ে হাত দিও না।- Hands off!
- মেয়েটি চোখেমুখে কথা বলে।- The girl tasks garrulously.
- আমি তার চোক্ষুশূল।- I am an eyesore to him.
- আমাকে চোখ রাংগিও না।- Don't look dangers at me.
- সে তা মায়ের চোখের মনি।- He is the apple of his mother's eye.
- এটাই আজকালকার ধারা।- This is the order of the day.
- সে একজন পাকা মিথ্যাবাদী। - He is a confirmed liar.
- ফোড়াটা পেকেছে।- The boil has suppurated.
- ছেলেটি অংকে পাকা।- The boy is strong in mathematics.
- সে ইংরেজিতে কাঁচা।- He is weak in English.
- তার হাতে অনেক কাঁচা পয়াসা।- He has much cash in hand.
- ছেলেটি বড্ড পাকা।- The boy is very saucy.
- মুখ খারাপ করিও না।- Don't utter filthy words.
- তাহার হাতের লেখা ভালো। - He writes a good hand.
- রোগী ভালো হয়েছে। - The patient has come round.
- ইহা মন্দের ভালো। - It is a lesser evil.
- কথা মন্দ নয়।- That's not a bad idea.
- সে একজন শক্ত লোক।- He is a strict man.
- আজ বড় শীত।- It is biting cold today.
- সে বড় বকে।- He talks too much.
- আমি বড় কষ্টে আছি।- I am in great trouble.
- তাহার দাঁত উঠিয়াছে। - He is teething.
- তিনি রাগিয়া উঠিলেন। - He flew into rage.
- তাহার চুল উঠিয়া যাইতেছে। - His hair is falling off.
- ভালো কথা সে এখন কোথায়?- By the by, where is he now?
0 Comments