Header Ads Widget

Some Important Proverbs

Proverbs
Sl no
Bengali
English
01
এখন আমার হাত খালি।
I am hard up now.
02
ঐশ্বর্য দীর্ঘ দিন থাকেনা।
Riches are not last long.
03
আমি আজ জ্বরজ্বর বোধ করছি।
I feel feverish today.
04
ছত্রটি কেটে দাও।
Pen through the line.
05
হা করে দাঁড়িয়ে আছ কেন?
Why do you stand foolish?
06
বাজারে আমার বইয়ের দারুণ কাটতি।
My books sale like hot cake.
07
তিনি অসুস্থ্য বোধ করছেন।
He feels out of shorts,
08
স্বদেশ প্রীতি একটি মহৎ গুণ।
Patriotism is a noble virtue.
09
ন।তুমি কোন কাজের লোক নও।
You are good for nothing.
10
টাকায় টাকা আনে।
Money begets money
11
সে হাড়ে হাড়ে বদমায়েশ।
He is a rouge to the backbone.
12
অতি দর্পে হত লঙ্কা।
Pride goes before a fall.
13
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
Too many cooks spoil the broth.  
14
এক হাতে তালি বাজে না।
It makes two to make quarrel.
15
চোরে চোরে মাসতুত ভাই।
Birds of same father flock together.
16
সাহসীদের প্রতি ভাগ্য সুপ্রসন্ন।
Fortune favours the brave.  
17
সততাই উৎকৃষ্ট পন্থা।
Honesty is the best policy.
18
সস্তার তিন অবস্থা।
Cheap goods are dare in the long run.
19
সাবধানের মার নেই।
Precaution costs nothing.
20
সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।
A stitch in time save nine.
21
সৎ কাজে সর্গ বাস, অসৎ কাজে সর্বনাশ।
A man is known by the company he keeps.
22
শেষ ভালো যার,সব ভালো তার।
All is well that’s end well.
23
অল্পবিদ্যা ভয়ংকরী।
A little learning is a dangerous thing.
24
অতি ভক্তি চোরের লক্ষণ।
Too much courtesy, too much craft.
25
অতি লোভে তাঁতি নষ্ট।
Grasp all, loss all.
26
অভাবে স্বভাব নষ্ট।
Necessity knows no law.
27
অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু।
A friend in need is a friend in deed.
28
অর্থই অনর্থের মূল।
Money is the root of all evils.
29
অসির চেয়ে মসির শক্তি বেশি।
The pen is mightier than the sword.
30
আয় বুঝে ব্যয় কর।
Cut your coat according to your cloth.
31
আয়ের অধিক ব্যয় করো না।
Do not spend above your means.
32
ইচ্ছা থাকলেই উপায় হয়।
Where there is will, there is a way.
33
উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভাল।
Example is better than precept.
34
এক মাঘে শীত যায় না।
One swallow does not make a summer.
35
একতায় উত্তান বিভেদে পতন।
United we stand, divided we fall.
36
কপালের লিখন না যার খন্ডন।
What is lotted cannot be blotted.  
37
কয়লা ধুইলেও ময়লা যায়না।
Black will take no other hue.
38
কষ্ট না করলে কেষ্ট মিলেনা।
No pains. No gains.
39
কীর্তিমানের মৃত্যু নাই।
Great minds are immortal.  
40
কারও পোষ মাস কারও সর্বনাশ।
Nero fiddles while Rome burns.
41
ঘেউ ঘেউ করা খুকুর কদাচিৎ কামড়ায়।
A barking dogs seldom bites.
42
চকচক করলেই সোনা হয় না।
All that glitters is not gold.
43
চাচা আপন প্রাণ বাঁচা।
Self help is the best help.
44
ঝোপ বুঝে কোপ মারো।
Strike the iron while it is hot.
45
তিওকে তাল করোনা।
Don’t exaggerate the little.
46
দশের লাঠি একের বোঝা।
Many a little many mickle.
47
নাচতে না জানলে উঠান বাঁকা।
A bad workman quarrels with his tools.
48
নাই মামার চেয়ে কানা মামা ভাল।
Something is better than nothing.
49
নিজের চরকায় তেল দাও।
Oil your own machine.
50
পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি।
Industry is the key to success.
51
পরিশ্রম সৌভাগ্যের প্রসুতি।
Industry is the mother of good luck.
52
পাপের ধন প্রায়শ্চিত্তে যায়।
Ill got, ill spent.
53
প্রয়োজনই আবিস্কারের জননী।
Necessity is the mother of invention.
54
বীরভোগ্য বসুন্ধরা।
Only the brave deserve the fair.
55
বিপদ কখনো একা আসেনা।
Misfortune never cones alone.
56
মরণের সময় অসময় নেই।
Death knows no time.
57
যা প্রতিকার করা যায়না, তা সহ্য করতে নেই।
What cannot be cured must be endured.
58
যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।
Where there is life there is hope.
59
যার ব্যথা সেই জানে।
The wearer knows where the shoe pinches.
60
যত গর্জে তত বর্ষে না।
A barking seldom bites.
61
যেমন কর্ম তেমন ফল।
As you sow, so you reap.
62
লোভে পাপ, পাপে মৃত্যু।
Avarice begets sin and sin beget death.


Post a Comment

0 Comments