Header Ads Widget

আইসিটিতে ছাত্রছাত্রীদের আগ্রহ বেশি।

এই প্রজন্ম আইসিটিতে আগ্রহী বেশি।
***************************
বর্তমান প্রজন্ম মাল্টিমিডিয়া ক্লাস্ রুমের প্রতি আগ্রহ বেশি। তারা এখন আর ম্যানুয়াল ক্লাসে এতোটা মমনোযোগী না। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাসে বেশি সময় দিতে চায়। এই ক্লাসের জন্যে তারাই বারবার তাগিদ করে। একটি আদর্শ কন্টেন্ট ছাত্রছাত্রীদের বেশি আগ্রহী করে তোলে। শিশুরা বিষয়ভিত্তিক ছবি, ভিডিও দেখতে চায়। জানতে চায় এর উতস, উতপত্তি ও প্রক্রিয়া। আইসিটি সংক্রান্ত বিভিন্ন এক্সেসরিজ সম্বন্ধে তাদের আগ্রহ বেশি। কম্পিউটার চালাতে তাদের অদম্য আগ্রহ।আমাদের সীমিত সম্পদ দিয়ে কিভাবে এই আগ্রহকে কাজে লাগিয়ে কোমলমতি শিশুদের দক্ষ মানবসম্পদে পরিণত করা যায় ভাবতে হবে। বাংলাদেশকে ডিজিটালাইজ করতে জনশক্তিকে মানবসম্পদে পরিণত করে কাজে লাগাতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ছাত্রছাত্রীদেরকে তথ্য প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ করতে হবে। আইসিটিতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আউটসোর্সিং এর উপর প্রশিক্ষণের ব্যাবস্থা করতে হবে। শুধু প্রশিক্ষণ নয়, কাজে ধরিয়ে  দিতে হবে। এখানেও যাতে ঝরে না পরে এদিকে মনিটরিং বাড়াতে হবে। তবেই কাজে লাগবে আমাদের চেষ্টা ও শ্রম। 

Post a Comment

0 Comments