Header Ads Widget

এমপিও নীতিমালায় ব্যাপক পরিবর্তন।

এমপিও নীতিমালায় ব্যাপক পরিবর্তন।
------------------------------------
এমপিও নীতিমালা প্রায় চুড়ান্তের পথে। এতে নতুন করে সামাজিক বিজ্ঞানের  শিক্ষক নিয়োগ সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক নিয়োগের জন্যে সুপারিশ রয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে নতুন প্রতিষ্ঠান এমপিও করার ব্যাপারে কোন অর্থ বরাদ্দ রাখা হয়নি। তবে ২০১৯ সালের নির্বাচনকে সামনে রেখে মন্ত্রী-এমপি দের চাপের মুখে অতিরিক্ত বরাদ্দ হতে পারে। নতুন নীতিমালায় মানসম্মত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুপারিশ করা হয়েছে। এতে বয়স ও অভিজ্ঞতার চেয়ে শিক্ষাগত যোগ্যতাককে প্রধান্য দেওয়া হবে। কোচিং এর সাথে জড়িতদের ব্যাপারেও কঠোরতা আরোপ করা হয়েছে ২০১০ সালের প্রণীত নীতিমালা ২০১৫ সালে নতুন কমিটি এসে নীতিমালার সংশোধনীতে এসব সুপারিশ করেন। ভৌত বিজ্ঞান, ফিনান্স, বিপনন ও আইসিটি বিষয়ে সকল প্রতিষ্ঠানে শিক্ষক না থাকায় এ বিষয়ে শিক্ষক এমপিও ভূক্তির সুযোগ থাকবে। দেশে প্রায় ২৬ হাজারের উপরে এমপিও ভূক্ত প্রতিষ্ঠানে প্রায় ৫ লাখ এমপিও ভূক্ত শিক্ষক রয়েছেনন। ১ লাখেরো বেশি কর্মচারী রয়েছেন। ০৯/০৭/২০১৭ তারিখ নীতিমালা চুড়ান্ত সংক্রান্ত সভা মন্ত্রণালয়ে হওয়ার কথা রয়েছে। 

Post a Comment

0 Comments