Header Ads Widget

অবহেলিত নন-এমপিও আইসিটি শিক্ষক।


অবহেলিত নন-এমপিও আইসিটি শিক্ষক।

বিগত ছয়বছর যাবত নিয়োগপ্রাপ্ত নন-এমপিও আইসিটি শিক্ষকরা চরম মানবেতর জীবনযাপন করছে। তাদের দেখার কেউ নেই। অন্যান্য শিক্ষক যা পড়ান, নন-এমপিও আইসিটি শিক্ষকরা তা পড়িয়েও ল্যাবে সময় দেন। ভর্তি রেজিষ্ট্রেশন থেকে শুরু করে অফিশিয়াল কিছু লেখালেখি পর্যন্ত তাদের করতে হয়। এর পরেও সরকারী বেতনভাতাতো দূরের কথা প্রতিষ্ঠান থেকেও কোন অর্থ দেওয়া হয়না। দিলেও খুব সামান্য। পরিপত্র আছে, এমপিও হওয়ার আগ পর্যন্ত প্রতিষ্ঠান বেতনভাতা পরিশোধ করবে। এ কথা বললে, প্রধানশিক্ষক মহোদয় বলেন ইনকাম কম বেতন দিব কেমনে? এক কথাই শেষ। অথচ ডিজিটালাইজে যাঁদের সক্রিয় অংশগ্রহণ, তাদের কোন মূল্যায়ণ নেই। যে শিক্ষক সরাসরি ডিজিটালাইজে সংশ্লিষ্ট। তাকে মূল্যায়ণ করতে হবে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব ভাষা শিক্ষা থেকে শুরু করে বর্তমান প্রজন্মকে আইটি বিষয়ে পাঠদান করবে, তার যথাযথ মূল্যায়ন দিতে হবে। ডিজিটাল কন্টেন্ট তৈরী করে মাল্টিমিডিয়া ক্লাস নেওয়া সবঈ করতে হয়। নন-এমপিও আইসিটি শিক্ষকদের এমপিও দিয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিচালনায় অধিক মনোযোগী হয়ে কাজ করার ব্যবস্থা করার জন্যে সরকারের কাছে জোর আবেদন জানাচ্ছি।


Post a Comment

0 Comments