পদ্মাসেতুতে ব্যয় হবে ৩০ হাজার কোটি টাকা। বংবন্ধু স্যাটেলাইট স্থাপনে ব্যয় ৪ হাজার কোটি টাকা। সরকার নিজস্ব অর্থায়নে এ খরচগুলো করছে। যা বাংলাদেশের জন্যে এক বিশাল সম্ভাবনার স্পষ্ট ইংগিত। বিশ্বব্যাংকে বাদ দিয়েই সরকার এই ব্যয়বহুল কাজটি করতে পারছে। ২০১৮ সালে পদ্মাসেতু জনগণের জন্যে উম্মুক্ত করে দিতে পারলে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ বংগের সাথে ঢাকার হবে এক বিশাল নেটওয়ার্ক। আমরা আরেকটি উন্নয়নের রোডমেপে প্রবেশ করতে যাচ্ছি। বংবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট জগতে আমাদের হবে বিস্তর সুযোগ। আউটসোর্সিং জগতে আমরা রাখতে পারবো বিশাল অবধান। আউটসোর্সিং করে বাংলাদেশ পৌঁছে যাবে উন্নতির শেকড়ে। যা আমাদের শিক্ষিত বেকারদের যথাযথ কাজে লাগাতে সক্ষম হবে। পদ্মাসেতুর টুল দিয়ে আরো কয়েকটি পদ্মাসেতু নির্মাণ করা সম্ভব। একুশ সালের মধ্যেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো।
0 Comments