Header Ads Widget

১৪ই নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো।


১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

আজকের এক সংবাদ সম্মেলনে দীপু মনি বলেন, সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবছে সরকার । কিন্তু সবকিছু নির্ভর করছে পরিবেশ-পরিস্থিতির ওপর।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি অব্যাহত রয়েছে।

দফায় দফায় ছুটি বাড়িয়ে তা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছিল। এখন তা বাড়িয়ে ১৪ নভেম্বর পর্যন্ত করা হলো জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মণি। এর পর স্বল্প পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়ার চিন্তা করবে সরকার। দেশে প্রায় চার কটি শিক্ষার্থী সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষাগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। এতে শিক্ষার বিরাট মাপের ক্ষতি হচ্ছে। অনলাইনে শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণ করলেও বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের দরিদ্র শিক্ষার্থীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ক্ষতি কোনো ভাবেই পুষিয়ে নেওয়া সম্ভব নয়। এদিকে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সারা বিশ্বের মতো বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে।


Post a Comment

0 Comments