Header Ads Widget

Important Translation need every day


sl
English
Bengali
01
There was a king in a country.
এক দেশে এক রাজা ছিল।
02
There is a mosque in our village.
আমদের গ্রামে একটি বড় মসজিদ আছে
03
There are many fishes in our pond.
তোমাদের পুকুরে অনেক মাছ আছে
04
There are many rivers in Bangladesh.
বাংলাদেশে অনেক নদী আছে
05
There are many snakes in the garden.
বাগানে অনেক সাপ আছে
06
There is a pen on the table. 
টেবিলের উপর একটি কলম আছে
07
There was no star in the sky.
আকাশে তারা ছিল না
08
Once there was a thief in the Arab.
একদা আরব দেশে এক চোর বাস করত
09
Is there anybody in this house?
এই বাড়িতে কি কেউ আছে?
10
There is no any post office in our village.
এই গ্রামে কোন পোষ্ট অফিস নাই।
11
It is easy to say but difficult to do.
বলা সহজ, কিন্তু করা কঠিন
12
It is a matter of sorrow.
দুঃখের বিষয়
13
It is our duty to obey our parents.
পিতামাতাকে মান্য করা আমাদের কর্তব্য
14
It is a matter of sorrow that he is no more.
দুঃখের বিষয় তিনি আর নেই
15
It is five minutes to ten.
দশটা বাজতে পাঁচ মিনিট বাকি
16
It is not easy to swim.
সাঁতার কাটা সহজ নয়
17
It is ten minutes after nine.
এখন নয়টা বেজে দশ মিনিট
18
It will take two hours to reach there.
সেখানে পৌঁছতে দুই ঘন্টা লাগবে
19
It is true that he has come
সে যে এসেছে তা সত্য।
20
It is I who help him.
আমিই তাকে সাহায্য করেছিলাম।
21
It is 150 km from Chittagong to Comilla.
চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কিলোমিটার।
22
It is easy to find fault with others.
অন্যের দোষ ধরা সহজ।
23
We eat to live.
আমরা বাঁচার জন্যে খাই।
24
I have no book to read.
আমার পড়ার বই নেই।
25
I have no pen to write with.
আমার লেখার জন্যে কলম নেই।
26
To tell a lie is a great sin.
মিথ্যা বলা মহাপাপ।
27
To err is human.
মানুষ মাত্রই ভুল হয়।
28
I have no shoes to put on.
আমার পরার জুতা নেই।
29
Give me a chair to sit on.
আমাকে বসার একটি চেয়ার দাও।
30
He does not know how to swim.
সে সাঁতার কাটতে জানেনা।
31
I am go to there.
আমাকে সেখানে যেতে হয়।
32
You will have to go there
তোমাকে সেখানে যেতে হবে।
33
I am too weak to walk.
আমি এত দুর্বল যে হাটতে পারি না।
34
The story is too difficult to understand.
গল্পটি এত কঠিন যে বুঝা যাচ্ছে না।
35
The baby went away dancing.
শিশুটি নাচতে নাচতে চলে গেল।
36
The man came to me laughing.
লোকটি হাসতে হাসতে আমার কাছে আসল।
37
The dog went to its master shaking its tail.
কুকুরটি লেজ নাড়তে নাড়তে প্রভুর কাছে এল।
38
I saw him singing.
আমি তাকে গান গাইতে দেখলাম।
39
The man came to me running.
লোকটি দৌড়ে আমার কাছে এল।
40
He said weeping.
সে কেঁদে কেঁদে বলল।
41
Saying this the king drove away the old man.
এ বলে রাজা বৃদ্ধকে তাড়িয়ে দিলেন।
42
He talks while sleeping.
সে ঘুমিয়ে কথা বলে।
43
Entering the room, I lit the lamp.
ঘরে প্রবেশ করে আমি বাতিটি জ্বালালাম।
44
Going home, he heard the death news of his mother.
বাড়ি গিয়ে সে মৃত্যু সংবাদ শুনল।
45
Swimming is a good exercise
সাঁতার একটি ভাল ব্যায়াম।
46
Reading good books brings mental peace.
ভাল বই পঠন মানসিক শান্তি আনে।
47
Travelling is a part of education.
দেশভ্রমন শিক্ষার একটি অংশ।
48
The reading of history delights me.
ইতিহাস পাঠ আমাকে আনন্দ দেয়।
49
I like the reading of poetry.
আমি কবিতা পড়া পছন্দ করি।
50
By working hard, you can prosper in life.
কঠোর পরিশ্রম করে তুমি জীবনে উন্নতি করতে পারো।
51
by eating a balanced diet, you can live well.
সুষম খাদ্য খেয়ে তুমি ভালো ভাবে বাচতে পারো।
52
By looking at a watch you can know the time.
ঘড়ি দেখে তুমি সময় জানতে পারো।
53
The old man seems to be tired.
বৃদ্ধ লোকটিকে দেখে ক্লান্ত মনে হয়।
54
He seems to be well.
তাকে সুস্থ মনে হচ্ছে।
55
The man seems to be faithful
লোকটিকে বিশ্বস্ত মনে হয়।
56
The mango seems to be rotten.
আমটি পচা মনে হয়।
57
Does he seems to be studious?
তাকে কি পড়ুয়া মনে হয়?
58
Did he seem to be meritorious?
তাকে কি মেধাবী মনে হয়েছিল?
59
Does not Robi seem to be foolish?
রবিকে বোকা মনে হয় না?
60
Doesn’t he seem to be frustration?
তাকে কি হতাশ মনে হয়না?
61
He seems to be innocent.
তাকে নির্দোষ বলে মনে হয়।
62
He should not go there.
তাঁর সেখানে যাওয়া উচিৎ নয়।
63
We should look after our old parents.
আমাদের বৃদ্ধ পিতামাতাকে দেখাশুনা করা উচিৎ।
64
one should not smoke.
ধূমপান করা উচিৎ নয়।
65
You should not waste time.
তোমার বৃথা সময় নষ্ট করা উচিৎ নয়।
66
One should not neglect one’s duty.
কারো কর্তব্য অবহেলা করা উচিৎ নয়।
67
The poor should be helped.
গরীবদেরকে সাহায্য করা উচিৎ।
68
Students should be attentive.
ছাত্রদের পড়াশুনায় মনোযোগী হওয়া উচিৎ।
69
We all should be neat and clean.
আমদের সবার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিৎ।
70
We should be industrious.
আমাদের পরিশ্রমী হওয়া উচিৎ।
71
All of us should have sense of duty.
আমাদের সবার কর্তব্যজ্ঞান থাকা উচিৎ।
72
You should have gone there.
আমাদের সেখানে যাওয়া উচিৎ ছিল।
73
He should have appeared at the examination this year.
তার এ বছর পরীক্ষা দেওয়া উচিৎ ছিল।
74
You should have taken care of your health.  
তোমার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিৎ ছিল।
75
You should not have gone there.
তোমার সেখানে যাওয়া উচিৎ হয়নি।
76
You should not have disturbed him.
তাকে বিরক্ত করা তোমার উচিৎ হয়নি।
77
you should have been educated.
তোমাদের শিক্ষিত হওয়া উচিৎ ছিল।
78
You should have been careful of studies.
পড়াশুনার প্রতি তোমার যত্নবান হওয়া উচিৎ ছিল।
79
You should have been sincere to the matter.
এ ব্যাপারে তোমার আন্তরিক হওয়া উচিৎ ছিল।
80
You should have been peace loving.
তোমাদের শান্তিপ্রিয় হওয়া উচিৎ ছিল।
81
They should not have been rich.
তাদের ধনী হওয়া উচিৎ ছিলনা।
82
The man should not have been philosopher.  
লোকটির দার্শনিক হওয়া উচিৎ ছিল না।
83
The students should have been indiscipline.
ছাত্রদের উশৃংখল হওয়া
84
I need some books.
আমার কিছু বই দরকার
85
You need not do the work.
তোমার কাজটি করার দঅরকার নেই
86
Today you need not go to school.
আজ তোমার স্কুলে যাওয়ার দরকার নেই
87
you need not help him.
তোমার তাকে সাহায্য করার দরকার নেই
88
You need not go to Dhaka.
তোমার ঢাকা যাওয়ার প্রয়োজন নেই
89
You need to go there.
তোমার সেখানে যাওয়ার দরকার
90
Everyday I am go to there.
আমাকে প্রত্যেহ সেখানে যেতে হয়
91
He is to take exercise everyday.
তাকে প্রতিদিন ব্যায়াম করতে হয়
92
We are to do the work.
আমাদের কাজটি করতে হয়
93
He is to take medicine daily.
তাকে প্রতিদিন ওষুধ খেতে হয়
94
He is to walk everyday.
তাকে প্রতিদিন সকালে হাটতে হয়
95
As soon as I reached school, the bell rang.
আমি স্কুলে পৌঁছামাত্র ঘন্টা পড়ল
96
 As soon as the girl got the question, she became nervous.
প্রশ্নটি পাওয়ামাত্র বালিকাটি ঘাবরে গেল
97
As soon as the deer saw the hunter, it ran away in fear.
শিকারীকে দেখা মাত্র হরিণটি ভয়ে পালাল
98
As soon as he heard the news, he fainted.
সংবাদটি শোনামাত্র সে মূর্ছা গেল।
99
You will start for school as soon as the rain stops.
বৃষ্টি থামার সাথে সাথে তুমি স্কুলে রওয়ানা দিবে
100
As soon as the clock struck 10, the examination began.
দশটা বাজামাত্র পরীক্ষা শুরু হলো


Post a Comment

0 Comments