sl
|
English
|
Bengali
|
01
|
There was a king in a
country.
|
এক দেশে এক রাজা ছিল।
|
02
|
There is a mosque in our
village.
|
আমদের গ্রামে একটি বড় মসজিদ আছে।
|
03
|
There are many fishes in our
pond.
|
তোমাদের পুকুরে অনেক মাছ আছে।
|
04
|
There are many rivers in
Bangladesh.
|
বাংলাদেশে অনেক নদী আছে।
|
05
|
There are many snakes in the
garden.
|
বাগানে অনেক সাপ আছে।
|
06
|
There is a pen on the
table.
|
টেবিলের উপর একটি কলম আছে।
|
07
|
There was no star in the
sky.
|
আকাশে তারা ছিল না।
|
08
|
Once there was a thief in
the Arab.
|
একদা আরব দেশে এক চোর বাস করত।
|
09
|
Is there anybody in this
house?
|
এই বাড়িতে কি কেউ আছে?
|
10
|
There is no any post office
in our village.
|
এই গ্রামে কোন পোষ্ট অফিস নাই।
|
11
|
It is easy to say but
difficult to do.
|
বলা সহজ,
কিন্তু করা কঠিন।
|
12
|
It is a matter of sorrow.
|
দুঃখের বিষয়।
|
13
|
It is our duty to obey our
parents.
|
পিতামাতাকে মান্য করা আমাদের কর্তব্য
|
14
|
It is a matter of sorrow
that he is no more.
|
দুঃখের বিষয় তিনি আর নেই।
|
15
|
It is five minutes to ten.
|
দশটা বাজতে পাঁচ মিনিট বাকি।
|
16
|
It is not easy to swim.
|
সাঁতার কাটা সহজ নয়।
|
17
|
It is ten minutes after
nine.
|
এখন নয়টা বেজে দশ মিনিট।
|
18
|
It will take two hours to
reach there.
|
সেখানে পৌঁছতে দুই ঘন্টা লাগবে।
|
19
|
It is true that he has come
|
সে যে এসেছে তা সত্য।
|
20
|
It is I who help him.
|
আমিই তাকে সাহায্য করেছিলাম।
|
21
|
It is 150 km from Chittagong
to Comilla.
|
চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কিলোমিটার।
|
22
|
It is easy to find fault
with others.
|
অন্যের দোষ ধরা সহজ।
|
23
|
We eat to live.
|
আমরা বাঁচার জন্যে খাই।
|
24
|
I have no book to read.
|
আমার পড়ার বই নেই।
|
25
|
I have no pen to write with.
|
আমার লেখার জন্যে কলম নেই।
|
26
|
To tell a lie is a great
sin.
|
মিথ্যা বলা মহাপাপ।
|
27
|
To err is human.
|
মানুষ মাত্রই ভুল হয়।
|
28
|
I have no shoes to put on.
|
আমার পরার জুতা নেই।
|
29
|
Give me a chair to sit on.
|
আমাকে বসার একটি চেয়ার দাও।
|
30
|
He does not know how to
swim.
|
সে সাঁতার কাটতে জানেনা।
|
31
|
I am go to there.
|
আমাকে সেখানে যেতে হয়।
|
32
|
You will have to go there
|
তোমাকে সেখানে যেতে হবে।
|
33
|
I am too weak to walk.
|
আমি এত দুর্বল যে হাটতে পারি না।
|
34
|
The story is too difficult
to understand.
|
গল্পটি এত কঠিন যে বুঝা যাচ্ছে না।
|
35
|
The baby went away dancing.
|
শিশুটি নাচতে নাচতে চলে গেল।
|
36
|
The man came to me laughing.
|
লোকটি হাসতে হাসতে আমার কাছে আসল।
|
37
|
The dog went to its master shaking
its tail.
|
কুকুরটি লেজ নাড়তে নাড়তে প্রভুর কাছে এল।
|
38
|
I saw him singing.
|
আমি তাকে গান গাইতে দেখলাম।
|
39
|
The man came to me running.
|
লোকটি দৌড়ে আমার কাছে এল।
|
40
|
He said weeping.
|
সে কেঁদে কেঁদে বলল।
|
41
|
Saying this the king drove
away the old man.
|
এ বলে রাজা বৃদ্ধকে তাড়িয়ে দিলেন।
|
42
|
He talks while sleeping.
|
সে ঘুমিয়ে কথা বলে।
|
43
|
Entering the room, I lit the
lamp.
|
ঘরে প্রবেশ করে আমি বাতিটি জ্বালালাম।
|
44
|
Going home, he heard the
death news of his mother.
|
বাড়ি গিয়ে সে মৃত্যু সংবাদ শুনল।
|
45
|
Swimming is a good exercise
|
সাঁতার একটি ভাল ব্যায়াম।
|
46
|
Reading good books brings
mental peace.
|
ভাল বই পঠন মানসিক শান্তি আনে।
|
47
|
Travelling is a part of
education.
|
দেশভ্রমন শিক্ষার একটি অংশ।
|
48
|
The reading of history
delights me.
|
ইতিহাস পাঠ আমাকে আনন্দ দেয়।
|
49
|
I like the reading of
poetry.
|
আমি কবিতা পড়া পছন্দ করি।
|
50
|
By working hard, you can prosper
in life.
|
কঠোর পরিশ্রম করে তুমি জীবনে উন্নতি করতে
পারো।
|
51
|
by eating a balanced diet,
you can live well.
|
সুষম খাদ্য খেয়ে তুমি ভালো ভাবে বাচতে
পারো।
|
52
|
By looking at a watch you
can know the time.
|
ঘড়ি দেখে তুমি সময় জানতে পারো।
|
53
|
The old man seems to be
tired.
|
বৃদ্ধ লোকটিকে দেখে ক্লান্ত মনে হয়।
|
54
|
He seems to be well.
|
তাকে সুস্থ মনে হচ্ছে।
|
55
|
The man seems to be faithful
|
লোকটিকে বিশ্বস্ত মনে হয়।
|
56
|
The mango seems to be rotten.
|
আমটি পচা মনে হয়।
|
57
|
Does he seems to be
studious?
|
তাকে কি পড়ুয়া মনে হয়?
|
58
|
Did he seem to be
meritorious?
|
তাকে কি মেধাবী মনে হয়েছিল?
|
59
|
Does not Robi seem to be
foolish?
|
রবিকে বোকা মনে হয় না?
|
60
|
Doesn’t he seem to be
frustration?
|
তাকে কি হতাশ মনে হয়না?
|
61
|
He seems to be innocent.
|
তাকে নির্দোষ বলে মনে হয়।
|
62
|
He should not go there.
|
তাঁর সেখানে যাওয়া উচিৎ নয়।
|
63
|
We should look after our old
parents.
|
আমাদের বৃদ্ধ পিতামাতাকে দেখাশুনা করা
উচিৎ।
|
64
|
one should not smoke.
|
ধূমপান করা উচিৎ নয়।
|
65
|
You should not waste time.
|
তোমার বৃথা সময় নষ্ট করা উচিৎ নয়।
|
66
|
One should not neglect one’s
duty.
|
কারো কর্তব্য অবহেলা করা উচিৎ নয়।
|
67
|
The poor should be helped.
|
গরীবদেরকে সাহায্য করা উচিৎ।
|
68
|
Students should be
attentive.
|
ছাত্রদের পড়াশুনায় মনোযোগী হওয়া উচিৎ।
|
69
|
We all should be neat and
clean.
|
আমদের সবার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিৎ।
|
70
|
We should be industrious.
|
আমাদের পরিশ্রমী হওয়া উচিৎ।
|
71
|
All of us should have sense
of duty.
|
আমাদের সবার কর্তব্যজ্ঞান থাকা উচিৎ।
|
72
|
You should have gone there.
|
আমাদের সেখানে যাওয়া উচিৎ ছিল।
|
73
|
He should have appeared at
the examination this year.
|
তার এ বছর পরীক্ষা দেওয়া উচিৎ ছিল।
|
74
|
You should have taken care
of your health.
|
তোমার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিৎ ছিল।
|
75
|
You should not have gone
there.
|
তোমার সেখানে যাওয়া উচিৎ হয়নি।
|
76
|
You should not have
disturbed him.
|
তাকে বিরক্ত করা তোমার উচিৎ হয়নি।
|
77
|
you should have been
educated.
|
তোমাদের শিক্ষিত হওয়া উচিৎ ছিল।
|
78
|
You should have been careful
of studies.
|
পড়াশুনার প্রতি তোমার যত্নবান হওয়া উচিৎ
ছিল।
|
79
|
You should have been sincere
to the matter.
|
এ ব্যাপারে তোমার আন্তরিক হওয়া উচিৎ ছিল।
|
80
|
You should have been peace
loving.
|
তোমাদের শান্তিপ্রিয় হওয়া উচিৎ ছিল।
|
81
|
They should not have been
rich.
|
তাদের ধনী হওয়া উচিৎ ছিলনা।
|
82
|
The man should not have been
philosopher.
|
লোকটির দার্শনিক হওয়া উচিৎ ছিল না।
|
83
|
The students should have
been indiscipline.
|
ছাত্রদের উশৃংখল হওয়া
|
84
|
I need some books.
|
আমার কিছু বই দরকার।
|
85
|
You need not do the work.
|
তোমার কাজটি করার দঅরকার নেই।
|
86
|
Today you need not go to
school.
|
আজ তোমার স্কুলে যাওয়ার দরকার নেই।
|
87
|
you need not help him.
|
তোমার তাকে সাহায্য করার দরকার নেই
|
88
|
You need not go to Dhaka.
|
তোমার ঢাকা যাওয়ার প্রয়োজন নেই।
|
89
|
You need to go there.
|
তোমার সেখানে যাওয়ার দরকার
|
90
|
Everyday I am go to there.
|
আমাকে প্রত্যেহ সেখানে যেতে হয়।
|
91
|
He is to take exercise
everyday.
|
তাকে প্রতিদিন ব্যায়াম করতে হয়।
|
92
|
We are to do the work.
|
আমাদের কাজটি করতে হয়।
|
93
|
He is to take medicine
daily.
|
তাকে প্রতিদিন ওষুধ খেতে হয়।
|
94
|
He is to walk everyday.
|
তাকে প্রতিদিন সকালে হাটতে হয়।
|
95
|
As soon as I reached school,
the bell rang.
|
আমি স্কুলে পৌঁছামাত্র ঘন্টা পড়ল।
|
96
|
As soon as the girl got the question, she
became nervous.
|
প্রশ্নটি পাওয়ামাত্র বালিকাটি ঘাবরে গেল।
|
97
|
As soon as the deer saw the
hunter, it ran away in fear.
|
শিকারীকে দেখা মাত্র হরিণটি ভয়ে পালাল।
|
98
|
As soon as he heard the
news, he fainted.
|
সংবাদটি শোনামাত্র সে মূর্ছা গেল।
|
99
|
You will start for school as
soon as the rain stops.
|
বৃষ্টি থামার সাথে সাথে তুমি স্কুলে রওয়ানা দিবে।
|
100
|
As soon as the clock struck
10, the examination began.
|
দশটা বাজামাত্র পরীক্ষা শুরু হলো।
|
0 Comments