প্রেসক্লাবের সামনে আইসিটি শিক্ষকদের অবস্থান ধর্মঘট ২০১৬।
-----------------------
গত বছরের মে মাসে জাতীয় প্রেসক্লাবের সামনে আইসিটি শিক্ষকরা অবস্থান ধর্মঘট করার সময় তোলা ছবি। রাস্তায় বসে, স্লোগান দিতে দিতে বলছিল, মা জননী হাসিনা ক্ষুধার জ্বালায় বাচিনা। এমন কোন দেশ নাই চাকুরী আছে বেতন নাই। সজীব ওয়াজেদ জয় ভাই আইসিটি শিক্ষকের বেতন চাই। কিন্তু কেউ এগিয়ে আসেনি। বাস চাপা পরে মরতে যাচ্ছিলেন আমাদের আফতাবউদ্দিন স্যার। আইসিটি শিক্ষকরা রাস্তায় অবস্থান নিলে জলকামান ব্যাবহার করা হয়। কেউ এগিয়ে আসেনি। আইসিটি শিক্ষক নেতারা মাউশি, শিক্ষামন্ত্রণালয় ও অর্থমন্ত্রণালয়ে বারবার ধন্না দিয়েও কোন লাভ হয়নি। সরকার এমপিও না দেওয়ার ব্যাপারে অনড় ছিল। অদ্যাবধি আছে। শিক্ষামন্ত্রণালয় আইসিটি শিক্ষকদের ফাইল একবার মাউশি, একবার এনসিটিবি, একবার অর্থমন্ত্রণালয়ের কথা বলে শুধু টাইম পাস করেছে। দ্রুত যাতে এমপিও প্রদান করা হয় সরকারের কাছে জোর আবেদন জানাই।
0 Comments