উত্তর বংগের মানুষ এখন পানিবন্দি।
উত্তর বংগের বেশ কয়েকটি জেলার মানুষ এখন বন্যাকবলিত। ঘর থেকে বের হওয়াতো দুরের কথা রান্নাবান্না করতে হচ্ছে কলাগাছের ভেলায়। দুর্বিষহ জীবনযাপন! রাস্তাঘাট, স্কুলগুলো পানিবেষ্টিত। লোকজন কোথাও নৌকা ছাড়া বেড় হতে পারছেনা । প্রতিবছরেই এ অবস্থার স্বীকার হতে হয় তাদের। উজানের পানির যন্ত্রণা সাথে ক্ষুধার জ্বালা! সরকারী বেসরকারি অনুদান এখন তাদের সহায়। কোথাও কোন কাজ নেই। অর্ধাহারে অনাহারে এখন তাদের দিনগুলো কাটছে। উপরন্তু আছে রাতে সাপের ভয়। এখন দিনের চেয়ে রাত তাদের কাছে খুব শংকার।
উত্তর বংগের বেশ কয়েকটি জেলার মানুষ এখন বন্যাকবলিত। ঘর থেকে বের হওয়াতো দুরের কথা রান্নাবান্না করতে হচ্ছে কলাগাছের ভেলায়। দুর্বিষহ জীবনযাপন! রাস্তাঘাট, স্কুলগুলো পানিবেষ্টিত। লোকজন কোথাও নৌকা ছাড়া বেড় হতে পারছেনা । প্রতিবছরেই এ অবস্থার স্বীকার হতে হয় তাদের। উজানের পানির যন্ত্রণা সাথে ক্ষুধার জ্বালা! সরকারী বেসরকারি অনুদান এখন তাদের সহায়। কোথাও কোন কাজ নেই। অর্ধাহারে অনাহারে এখন তাদের দিনগুলো কাটছে। উপরন্তু আছে রাতে সাপের ভয়। এখন দিনের চেয়ে রাত তাদের কাছে খুব শংকার।
0 Comments