Header Ads Widget

মাল্টিমিডিয়া ক্লাস ফাঁকি নয় আমাদের প্রজন্মান্তর আধুনিকায়নকে ফলপ্রসূ করবে, আমাদের বোঝার ভুল।




ডিজিটাল কন্টেন্ট মাধ্যমে শ্রেণি পাঠদান বাইস্কোপ বা সিনেমা এ জাতীয় কিছু না।


ডিজিটাল কন্টেন্ট মাধ্যমে শ্রেণি পাঠদান বাইস্কোপ বা সিনেমা এ জাতীয় কিছু না।আমরা আসলে মুল উদ্দেশ্যে বুঝিনা বলে আপনি, আমি অনেকেই ব্যাঙ করে বিভিন্ন রকম ডিজিটাল কন্টেন্ট এর সহায়ক মাল্টিমিডিয়া ক্লাস সম্পর্কে নানান কথা বলছি।কন্টেন্ট মানে এই নয় যে আপনি ক্লাসে গিয়েই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে একজন শিক্ষকের পরিচয় থেকে তার বাড়ী পর্যন্ত দেখিয়ে হৃদয় নিংড়ানো ধন্যবাদ জানাবেন।মনে রাখতে হবে ডিজিটাল কন্টেন্ট, মাল্টিমিডিয়া পাঠ্য বই এর বিকল্প কিছু নয়।আমি মনে করি এটা ব্লাকবোর্ড, পেন,ডাস্টার, পোস্টার এর মত একটি উপকরণ,তবে ডিজিটাল উপকরণ । পাঠ বুঝাতে আমরা এটি প্রয়োজন মাফিক ব্যবহার করবো। শুধু পাওয়ার পয়েন্ট দিয়ে বিভিন্ন স্টাইলে প্রজেকটরের পর্দায় শো করালেই মাল্টিমিডিয়া ক্লাসরুম এর উদ্দেশ্য বাস্তবায়ন হবে না।কেবল মাত্র পাঠ বুঝাতেই আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করবো প্রয়োজন মাফিক যে রকম অন্যান্য উপকরণ ব্যবহার করি।আর এ কারনেই আমরা বেশি মাল্টিমিডিয়া ব্যবহার বেশি করবো এ পদ্ধতি তে পাঠদান করলে কম মেধাবী শিক্ষার্থীরাও সহজে বুঝতে পারে বিভিন্ন কন্টেন্ট এর মাধ্যমে বিষয় সমূহ তাদের চোখের সামনে তুলে ধরার কারণে।আর মডেল কন্টেন্ট এর মান বা বার বার সেরা কন্টেন্ট নির্মাতা হতে মত্ত হওয়ার বিষয়ের প্রশ্ন তুলছেন অনেকে সেটা মাল্টিমিডিয়া ক্লাস বাস্তবায়নের মেজর কোন বিষয় নয়,আপনি কন্টেন্ট তৈরি করুন আপনিও হোন সেরা কন্টেন্ট ডেভেলপার, আপনার তৈরি ভিডিও, অডিও,টেক্সট বা ইমেজ কন্টেন্ট টি হোক একটি পাঠ বুঝাতে সবচেয়ে কার্যকর শিক্ষা উপকরণ ।মনে রাখতে হবে আমাদের একুশ শতকের একজন যোগ্য শিক্ষক হতে হলে আমাকে পাঠদানে বহু মিডিয়া তথা প্রযুক্তির ব্যবহারের পাঠ দান সহজ, আকর্ষনীয়,আনন্দময় করার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত করণের জন্য দক্ষ হতে হবে।আজ থেকেই মাল্টিমিডিয়া ভিত্তিক শ্রেণি পাঠদান সম্পর্কে নেগেটিভ ধারনা বাদ দিন কারণ অদূরে প্রত্যেক টি ক্লাস রুমই মাল্টিমিডিয়া সম্বিলিত ক্লাস রুম হবে।এমনকি আর মাত্র ক দিন পর যখন শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে না এসে ঘরে বসেই পৃথবীর যে কোন প্রান্তের যে কোন প্রতিষ্ঠানের ক্লাস করতে পারবে সেদিন ও মাল্টিমিডিয়ার সুবিধার কথা অস্বীকার করার কোন সুযোগ নেই।

Post a Comment

0 Comments