ভাইরাসঃ- ভাইরাস হলো এক ধরণের সফটওয়্যার
যা তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং যার নিজের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা রয়েছে।
এন্টিভাইরাসঃ- কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এটি চিহ্নিত, নির্মূল,
প্রতিহত ও ধ্বংস করার জন্যে যে সফটওয়্যার ব্যাবহার করা হয় তাকে এন্টিভাইরাস বলে।
কয়েকটি পরিচিত
ভাইরাসের নাম
|
কয়েকটি পরিচিত এন্টিভাইরাসের নাম
|
০১। স্টোন ভাইরাস।
০২। ভিয়েনা ভাইরাস।
০৩। সিআইএইচ ভাইরাস।
০৪।ট্রজার্ন হর্স ভাইরাস।
০৫। এইডস ভাইরাস।
০৬। এন্টি প্যাসকেল ভাইরাস।
০৭। কেরা ভাইরাস ইত্যাদি।
|
১। এভিজি এন্টিভাইরাস।
২। এভিরা এন্টিভাইরাস।
৩। এভাস্ট এন্টিভাইরাস।
৪। ম্যাকাফি এন্টিভাইরাস।
৫। নর্টন এন্টিভাইরাস।
৬। রেড এলার্ট এন্টিভাইরাস।
৭। পিসি সিলিন এন্টিভাইরাস।
৮। আইবিএম এন্টিভাইরাস।
৯। নরমান এন্টিভাইরাস ইত্যাদি।
|
0 Comments