Header Ads Widget

শেখ রাসেল ডিজিটাল ল্যাব

শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে। শিক্ষক আছেন। ১১৭৩২ জন কম্পিউটার শিক্ষক বেতন পান। কিন্তু কাকতালীয়ভাবে মাধ্যমিকে ১২২২ জন মাদ্রাসা ১৮২৫ জন ও কলেজের ১৮২ জন মোট ৩২২৯ জনের বেতন সরকার দিতে গিয়ে শিক্ষকদের অনেক হেনস্তা হতে হচ্ছে। নিয়োগ বৈধ। কাগজ বৈধ। এর পরেও বেতন দেওয়া হচ্ছেনা। কি দোষ শিক্ষকদের? স্ত্রী পুত্র, পরিবারের মুখে দু'মুটো খাবার তোলে দিতে দিয়ে একজন শিক্ষককে অহেতুক বেগ পেতে হচ্ছে। এই সরকার শিক্ষাবান্ধব সরকার। বেসরকারি প্রাথমিক শিক্ষকদের জাতীয়করণ করে নজির সৃষ্টি করেছেন। আমরা চাই আইসিটি সহ বিপনন ও ফিনান্সের মত বাধ্যতামূলক বিষয়গুলোর এমপিও জরুরী ভিত্তিতে দেওয়া দরকার। একজন শিক্ষক বেতনভাতার দাবীতে রাস্তা আবরোধ করবে। রাজপথে অবস্থান নিবে তা সত্যিই বেমানান। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় আইসিটি বিষয়ক উপদেষ্টা। নন-এমপিও আইসিটি শিক্ষকের বেতন খুব তাড়াতাড়ি প্রদানের জন্যে সরকারের কাছে জোর অনুরোধ জানাই।

Post a Comment

0 Comments